Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

(১)মরহুম পীরে কামেল ও কবি-গীতিকার হযরত শাহ শিতালং(রহঃ)                             

(২)মরহুম পীরে কামেল আল্লামা শাহ সূফী মোহাম্মদ আলী রায়পুরী(রহঃ),লামারগ্রাম।

(৩)মরহুম পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধূরী,ফুলতলী(রহঃ)।

(৪)মরহুম প্রখ্যাত শিক্ষাবিদ,সরকারী কর্মকর্তা ও সাহিত্যিক বাবু গুরুসদয় দত্ত (ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা)।

(৫)মরহুম এম.এ. হক প্রাক্তন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী।

(৬)মরহুম এম.এ.লতিফ (সাবেক এমপি )।

(৭)মরহুম মাওলানা ওবায়দুল হক(সাবেক এমপি)।

(৮)জনাব ব্রিগেডিয়ার (অবঃ)এম.আর.মজুমদার(সাবেক এমপি)

(৯) জনাব হাফিজ আহমদ মজুমদার(এমপি)।

 

 

মতিন উদ্দীন আহমদ (১৯০০-১৯৮০)

জকিগঞ্জ উপজেলার আটগ্রাম গ্রামে ১৯০০ সালের ১০ জুন জন্ম। পিতা গিয়াসউদ্দীন চৌধুরী। মতিন উদ্দীন আহমদ রম্য রচনাকার, হাস্যরসাত্মক ওব্যঙ্গ-গল্পের রচয়িতা। গল্পগ্রন্থ : ‘তিন চেরাগ’ (১৯৬৭); রম্য রচনা ‘তিনসামাদান ফাউ’ (১৩৭৪); উপন্যাস : বুদ্বুদ(১৯৬১); ভ্রমণ কাহিনী : ‘হৃদয়দিয়ে দেখা’; অনুবাদ : ‘বিজন বনের রূপকথা’ (১৯৫৯), ‘অশামত্ম পৃথিবী’ (১৯৬০), ‘শতজীবনের কথা’ (১৯৬২) প্রভৃতি। মৃত্যু ৩ জুলাই, ১৯৮০।

 গুরুসদয় দত্ত (১৮৮২-১৯৪১)

জন্ম বীরশ্রী গ্রামে ১৮৮২ সালের ১০ মে।কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৮৯৯ সালে সিলেট সরকারি হাইস্কুল থেকেএন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এফ.এ.পরীক্ষায় প্রথম স্থান লাভ। ১৯০৩ সালে বিলাত গমন ও ১৯০৫ সালে আই. সি. এস.পাশ করে এসডিও হিসেবে কর্মজীবনে প্রবেশ। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা(১৯৩২)। লোকসংস্কৃতি ও লোকশিল্প সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন। তাঁর রচিত ওসম্পাদিত গ্রন্থ ‘শ্রীহট্টের লোকসঙ্গীত’(১৮৬৬), ‘পটুয়া সঙ্গীত’ (১৩৩৯), ‘ব্রতচারী সখা’ (১৩৪০), ‘The folk dances of Bengal’ প্রভৃতি। ‘বাংলারশক্তি’ নামক তাঁর প্রতিষ্ঠিত সাময়িকপত্র এখনো প্রকাশিত হয়। মৃত্যু ১৯৪১সালের ২৫ মে।

শীতালং শাহ (১৮০৬-১৮৯৯)

জন্ম আনুমানিক ১৮০৬ সালে তৎকালীন করিমগঞ্জমহকুমায়। তাঁর আসল নাম মোহাম্মদ সলিম। সাধক কবি। মরমি গানের রচয়িতা।তাঁর রচিত গ্রন্থ : ‘রাগ বাউল’, ‘কিয়ামতনামা’, ‘মুসকিল তরান’ ও ‘হাসরতরান’। শীতালং শাহ ১২৯৬ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ মৃত্যুবরণ করেন।

মাওলানা ওবায়দুল হক

সিলেট জেলার জকিগঞ্জে জন্মগ্রহণকারীমাওলানা ওবায়দুল হক দেশের একজন প্রখ্যাত উলামা মাশায়েক হিসেবে পরিচিতছিলেন। তিনি দীর্ঘদিন বায়তুল মোকারম মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।